সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অ্যামি কোনি ব্যারেটের শপথ গ্রহণ

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২০; সময়: ১০:৫৬ পূর্বাহ্ণ |
সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অ্যামি কোনি ব্যারেটের শপথ গ্রহণ

পদ্মাটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের সিনেট সুপ্রিম কোর্টে বিচারক অ্যামি কোনি ব্যারেটের নিয়োগ নিশ্চিত করেছে। নির্বাচনের এক সপ্তাহ আগে সিনেটের এমন সিদ্ধান্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই জয় হল। এই নিয়ে সুপ্রিম কোর্টে তিনজন বিচারপতি নিয়োগ দিলেন ট্রাম্প।

সুপ্রিম কোর্টে অ্যামির নিয়োগের পক্ষে ভোট পড়েছে ৫২টি এবং বিপক্ষে ভোট পড়েছে ৪৮টি। ডেমোক্রেটরা ঐক্যবদ্ধ হয়েও অ্যামির নিয়োগ ঠেকাতে পারেনি।

সোমবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ৪৮ বছরের অ্যামি হোয়াইট হাউজে শপথ গ্রহণ করেছেন। রিপাবলিকানদের মধ্যে শুধু সিনেটর সুসান কলিন্স এ নিয়োগের বিপক্ষে ভোট দিয়েছেন।

শুরু থেকে এ নিয়োগের ঘোর বিরোধিতা করেছে বিরোধী দল ডেমোক্রেট পার্টি। তারা আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের পর বিচারপতি নিয়োগের বিষয়ে মত দিয়েছিল। কিন্তু নিজের অবস্থানে অনড় ছিলেন ট্রাম্প। অ্যামিকে তিনিই মনোনয়ন দিয়েছিলেন। সিনেটররাও অ্যামির পক্ষে মত দিবেন বলে আশাবাদী ছিলেন তিনি।

সিনেটের ভোটাভুটিতে সুপ্রিম কোর্টে অ্যামির নিয়োগ নিশ্চিত হয়ে যাওয়ায় বিপাকে পড়ার আশঙ্কা আছে উদারপন্থী ডেমোক্রেটদের। কারণ এ নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টে রক্ষণশীল বিচারপতির সংখ্যা এখন ৬ এবং উদারপন্থী বিচাপতির সংখ্যা ৩।

  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে