করোনা নিয়ে সমালোচনামুখর ট্রাম্প-বাইডেন

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২০; সময়: ৩:০৪ অপরাহ্ণ |
করোনা নিয়ে সমালোচনামুখর ট্রাম্প-বাইডেন

পদ্মাটাইমস ডেস্ক : ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন করোনাভাইরাস মহামারী নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন। অন্যদিকে ট্রাম্প এই সংকট মোকাবেলার তার পদক্ষেপের পক্ষে কথা বলেন। খবর ভয়েস অফ আমেরিকার।

বৃহস্পতিবার ট্রাম্প কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার পর পৃথক টেলিভিশন চ্যানেলে প্রচারিত টাউনহলে প্রতিদ্বন্দ্বীরা একই সময়ে কথা বলেন। দুটি আলাদা পর্দায় দুই প্রতিদ্বন্দ্বীর টাউনহল স্মরণ করিয়ে দিয়েছে এই মহামারী কিভাবে নির্বাচনী প্রচারাভিযানে পরিবর্তন নিয়ে এসেছে যার ফলে ১ কোটি ৮০ লক্ষের ও বেশি মানুষ ৩ নভেম্বর নির্বাচনের দুই সপ্তাহ আগে ভোট দিতে আরম্ভ করেছেন।

বাইডেন এবিসিতে ফিলাডেলফিয়ার ভোটারদের সঙ্গে কথা বলতে গিয়ে করনাভাইরাসের সময়সীমা লুকিয়ে রাখার জন্য রিপাবলিকান প্রেসিডেন্টকে দোষারোপ করেছেন। করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ৮০ লক্ষ মানুষ আক্রান্ত হন।

ট্রাম্প এই মহামারী এবং তার ব্যক্তিগত আচরণ উভয় বিষয়ে পক্ষ সমর্থনে কথা বলেন। যার মধ্যে রয়েছে হোয়াইট হাউজে রোজ গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে খুব কম লোকের মুখোশ পরা বা সামাজিক দূরত্ব বজায় রাখা এবং যার ফলে অসংখ্য অংশগ্রহণকারী এই রোগে আক্রান্ত হন। এনবিসিতে মায়ামি ভোটারদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন ‘আমি প্রেসিডেন্ট, আমাকে সবকিছু দেখাশোনা করতে হবে, আমি বেজমেন্টে থাকতে পারবো না,।’

  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে