প্রতিবেশী ১৫টি দেশে রফতানি হচ্ছে ইরানের ৭০ ভাগ পণ্য

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২০; সময়: ১০:৪৩ পূর্বাহ্ণ |
প্রতিবেশী ১৫টি দেশে রফতানি হচ্ছে ইরানের ৭০ ভাগ পণ্য

পদ্মাটাইমস ডেস্ক : ইরান তার রফতানি পণ্যের শতকরা ৭০ ভাগ প্রতিবেশী ১৫টি দেশে পাঠিয়েছে। চলতি ফারসি বছরের প্রথম ছয় মাসের রফতানি তথ্য থেকে একথা জানা গেছে। গত ২১ মার্চ ইরানের ফারসি বছর শুরু হয়েছে।

ইরানের শিল্প, খনি ও বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী হামিদ জাদবুম সোমবার রফতানি সর্ম্পিত এ তথ্য জানান। তিনি জানান, গত বছর এই ১৫টি প্রতিবেশী দেশে ইরান থেকে শতকরা ৬০ ভাগ এবং তার আগের বছর ৫৫ ভাগ পণ্য রপ্তানি করা হয়।

ইরানের এ মন্ত্রী বলেন, চলতি ফরাসি বছরে প্রতিবেশী দেশগুলোতে ১২ হাজার ৫০০ কোটি ডলারের পণ্য রফতানির সক্ষমতা রয়েছে।

ইরানের বিরুদ্ধে যখন মার্কিন সরকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে তখন তেহরানের পক্ষ থেকে এই তথ্য এলো। ইরানের এই রফতানি তৎপরতা মার্কিন চাপ প্রতিহত করতে কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করা হয়।

  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে