ভারতে কমতে শুরু করেছে করোনা সংক্রমণ

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২০; সময়: ১:২৭ অপরাহ্ণ |
ভারতে কমতে শুরু করেছে করোনা সংক্রমণ

পদ্মাটাইমস ডেস্ক : ব্যাপকভাবে তাণ্ডব চালানোর পর ভারতে ধীরে ধীরে কমছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৭৩ হাজার ২৭২ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৯২৬ জনের।

দেশটির কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। লম্বা একটা সময় আক্রান্তের সংখ্যা ৮০ বা ৯০ হাজারের কোটায় থাকার পর গত কিছুদিন ধরে সংখ্যাটি ৭০ হাজারের ঘরে নেমে এসেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শুক্রবার ১১ লাখ ৬৪ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়।

তাতে ৭০ হাজারের বেশি আক্রান্ত নিয়ে সরকারি হিসেবে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ লাখ ৭৯ হাজার। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৯ লাখ ৮৮ হাজার মানুষ। চিকিৎসাধীন রোগীর সংখ্যা নেমে এসেছে ৯ লাখের নিচে, ৮ লাখ ৮৩ হাজার।

আর নতুন করে ৯শ’ ছাড়ানো মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার।

করোনার বৈশ্বিক তালিকায় আক্রান্তের দিক থেকে ভারতের অবস্থান দ্বিতীয়, আর মৃত্যুতে তৃতীয়। আক্রান্তে তাদের ওপরে আছে কেবল যুক্তরাষ্ট্র; আর মৃত্যুতে ভারতের ওপরে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

  • 32
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে