আমেরিকার উপকূলে আঘাত হেনেছে হারিকেন ডেল্টা

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২০; সময়: ১২:০৫ অপরাহ্ণ |
আমেরিকার উপকূলে আঘাত হেনেছে হারিকেন ডেল্টা

পদ্মাটাইমস ডেস্ক : আমেরিকার উপকূলে আঘাত হেনেছে হারিকেন ডেল্টা। স্থানীয় সময় শুক্রবার রাতে লুইজিয়ানার ক্রেওল উপকূলে আঘাত হানে এই হারিকেন। দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) এ তথ্য জানিয়েছে। খবর সিএনএন’র।

এনএইচসি বলছে, হারিকেন ডেল্টা উপকূলে আঘাত হানার সময় ক্যাটাগরি দুই ছিল। তবে এক ঘণ্টা পর শক্তি কমে গিয়ে ক্যাটাগরি এক হয়ে আসে। ঝড়টি এখন প্রাণঘাতী হওয়ার শঙ্কা রয়েছে।

আমেরিকার স্থানীয় সময় রাত ৮টার দিকে ডেল্টার বাতাসের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ৯০ মাইল। তবে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

ঝড়ের ফলে সেখানে ব্রাপক বৃষ্টি হচ্ছে। এর জেরে লুইজিয়ানায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে। ঘটনা ঘটলে অন্তত ৫৫ লাখ মানুষ পানিবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে।

  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে