মার্কিন নির্বাচনে খরচের পরিমাণ ছাড়াতে পারে ১ হাজার কোটি ডলার

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২০; সময়: ১২:৪৭ অপরাহ্ণ |
মার্কিন নির্বাচনে খরচের পরিমাণ ছাড়াতে পারে ১ হাজার কোটি ডলার

পদ্মাটাইমস ডেস্ক : আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধরেই নিয়েছেন, তিনি ফের হোয়াইট হাউসে বসতে যাচ্ছেন। তাই দুই হাতে খরচ করছেন নির্বাচনে। তার প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও পিছিয়ে নেই। নির্বাচনে খরচের দিক দিয়ে সব রেকর্ড ভেঙে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন নির্বাচনকে সবচেয়ে ব্যয়বহুল হিসেবে আখ্যা দিয়েছে সিএনবিসি। নিরপেক্ষ গোষ্ঠী সেন্টার ফর রেসপনসিভ পলিটিক্স এর উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে খরচ ছাড়াতে পারে ১০.৮ বিলিয়ন ডলার। এরইমধ্যে এ নির্বাচনে খরচ হয়ে গেছে ৭.২ বিলিয়ন ডলার। ২০১৬ সালের নির্বাচনে খরচ হয়েছিল মোট ৭ বিলিয়ন ডলার। এবারের নির্বাচনে ভোট গ্রহণে এখনও বেশ কিছু দিন বাকি। তাই বাকি সময়টাতে দুই প্রার্থীর খরচের পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় ট্রাম্প-বাইডেন দ্বিতীয় বিতর্ক হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। বাইডেনও ট্রাম্পের সঙ্গে ফের বিতর্কে অংশ নিতে অনিচ্ছার কথা প্রকাশ করেছেন। তবে দুই দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও মাইক পেন্স বিতর্কে অংশ নিয়েছেন।

  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে