আফগানিস্তানে গভর্নরের গাড়িতে ভয়াবহ বোমা হামলা, নিহত ৮

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২০; সময়: ১:২৯ অপরাহ্ণ |
আফগানিস্তানে গভর্নরের গাড়িতে ভয়াবহ বোমা হামলা, নিহত ৮

পদ্মাটাইমস ডেস্ক : আফগানিস্তানের লাগমন প্রদেশের গভর্নরের বহরকে লক্ষ্য করে গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে গভর্নরের চারজন দেহরক্ষীসহ কমপক্ষে আটজন নিহত হয়েছেন। খবর ভয়েস অব আমেরিকা’র।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় গভর্নর রহমতউল্লাহ ইয়ারমাল আহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে আরও ৪০ জন। গভর্নর ইয়ারমালের মুখপাত্র আসাদুল্লাহ দোলাতজাই বলেছেন, সোমবার ভোরের এ হামলায় নিহতের কয়েকজন বেসামরিক নাগরিক।

আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি কাতারের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে দোহায় রয়েছেন, তেমন সময়ে এ ঘটনা ঘটল।

প্রেসিডেন্টের উপ-মুখপাত্র দাওয়া খান মীনাপাল বলেন, প্রেসিডেন্ট গনি সেখানে আফগান সরকারি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন। যারা বর্তমানে তালেবানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রায় তিন সপ্তাহের আলোচনার পর এখনও দলগুলো কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। মনে করা হচ্ছে এ আলোচনা দীর্ঘ ও জটিল হবে।

  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে