কিরগিজস্তানের সংসদীয় নির্বাচন বাতিলের দাবি বিক্ষোভকারীদের

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২০; সময়: ১০:২৮ পূর্বাহ্ণ |
কিরগিজস্তানের সংসদীয় নির্বাচন বাতিলের দাবি বিক্ষোভকারীদের

পদ্মাটাইমস ডেস্ক : কিরগিজস্তানের সংসদীয় নির্বাচনে জালিয়াতির অভিযোগ উঠেছে। নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা রাজধানী বিশকেকে অবস্থিত সংসদ ভবনেও ঢুকে পড়ে। কেউ কেউ ধাক্কা দিয়ে মূল প্রবেশদ্বার খোলা চেষ্টা করেন। পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বিক্ষোভে এ পর্যন্ত ১২০ জন আহত হয়েছে যার অর্ধেকই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

গত রবিবার অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেয় কিরগিজস্তানের ১৬টি রাজনৈতিক দল। এর মধ্যে কেবল চারটি দল পার্লামেন্টে আসন পাওয়ার ন্যূনতম শর্ত পূরণ করতে পেরেছে। এর মধ্যে তিনটি দল আবার প্রেসিডেন্ট সরোনবাই জিনবেকভের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। এদের মধ্যে দুটি দল ২৫ শতাংশ করে ভোট পেয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, ভোট কেনাবেচা এবং হস্তক্ষেপের দাবি ‘বিশ্বাসযোগ্য’ এবং মারাত্মক উদ্বেগের কারণ।

এমন প্রেক্ষাপটে কিরগিজস্তানের বিরোধী দলগুলো ভোটের ফলাফল স্বীকার না করার ঘোষণা দিয়েছে। ফলাফল বাতিল করতে দেশটির নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিরোধী দলীয় প্রার্থীরা।

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে