ভারতসহ ৩ দেশের নাগরিকদের সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২০; সময়: ১২:২৬ অপরাহ্ণ |
ভারতসহ ৩ দেশের নাগরিকদের সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা

পদ্মাটাইমস ডেস্ক : বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের হটস্পট এখন ভারত। এ কারণে ভারতসহ তিন দেশের নাগরিকদের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার এ নিষেধাজ্ঞা জারি করে। অন্য দুটি দেশ হলো– ব্রাজিল ও আর্জেন্টিনা। খবর দ্য হিন্দু ও গালফ নিউজের।

দেশ তিনটির নাগরিকদের মধ্যে যারা ১৪ দিন আগে সৌদি আরব ভ্রমণ করেছেন, তারাও নতুন এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন বলে বিমান চলাচল কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে।

এতে আরও বলা হয়, উল্লিখিত তিন দেশের নাগরিক ছাড়াও সৌদি আরবে আসার ১৪ দিন আগে যারা ওই দেশ তিনটির যে কোনো একটিতে ভ্রমণ করেছেন তাদেরও সৌদি আরবে প্রবেশ করতে দেয়া হবে না।

তবে সরকারি আমন্ত্রণপত্র আছে এমন কেউ এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।

সৌদি আরবে এ পর্যন্ত তিন লাখ ৩০ হাজার ৭৯৮ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

  • 44
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে