ঠান্ডা-গরম কোনো লড়াই চাই না : শি জিনপিং

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২০; সময়: ৯:৩৮ পূর্বাহ্ণ |
ঠান্ডা-গরম কোনো লড়াই চাই না : শি জিনপিং

পদ্মাটাইমস ডেস্ক : লাদাখে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে চীন ও ভারতের মধ্যে। তবে চীন কোনো ধরনের যুদ্ধে আগ্রহী নয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

মঙ্গলবার ভারতকে পরোক্ষে বার্তা দিয়ে জাতিসংঘের সাধারণ সভায় এ কথা বলেন চীনের প্রেসিডেন্ট। তিনি জানান, তার দেশ কোনো ধরনের যুদ্ধে আগ্রহী নয়। সবার সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান চায় বেইজিং।

শি জিনপিং বলেন, ঠান্ডা বা গরম, কোনো লড়াই আমরা লড়তে চাই না। বিশ্বের সবচেয়ে বড় উন্নয়নশীল দেশ হচ্ছে চীন। আমরা কখনওই সম্প্রসারণবাদ বা আধিপত্য বিস্তার করতে চাই না।

সোভিয়েত যুগের কথা স্মরণ করিয়ে আমেরিকাকে পরোক্ষে বার্তা দিয়ে তিনি আরও বলেন, আমরা ঠান্ডা লড়াই চাই না। অন্য দেশগুলির সঙ্গে বিবাদ আলোচনার মাধ্যমে মেটানোর পক্ষেই আমাদের মত রয়েছে।

  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে