চীনের পণ্যের ওপর শুল্ক আরোপ করে নিয়ম ভঙ্গ করেছেন ট্রাম্প

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২০; সময়: ৯:২৯ পূর্বাহ্ণ |
চীনের পণ্যের ওপর শুল্ক আরোপ করে নিয়ম ভঙ্গ করেছেন ট্রাম্প

পদ্মাটাইমস ডেস্ক : চীনের পণ্যের ওপর বিলিয়ন ডলার শুল্ক আরোপ করে বৈশ্বিক বাণিজ্য নীতি ভঙ্গ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব বাণিজ্য সংস্থা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

প্রযুক্তি হস্তান্তরসহ নানা বিষয়ে চীনকে দরকষাকষির টেবিলে নিয়ে আসতে ২০১৮ সালে চীনের পণ্যের ওপর ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার শুল্ক আরোপ করেন ট্রাম্প। এ নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ জানিয়েছিল চীন। সংস্থার প্যানেল জানিয়েছে, বিষয়টি পর্যালোচনা করে তারা দেখতে পেয়েছেন ট্রাম্প বেশ কিছু নিয়ম ভঙ্গ করেছেন। সাধারণত বাণিজ্যিক অংশীদারদের ওপর একই পরিমাণ শুল্ক আরোপ করা হয়। কিন্তু চীনের ক্ষেত্রে তা মানেনি যুক্তরাষ্ট্র।

চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বেশি দামে পণ্য কিনতে হচ্ছে এবং তার ফল ভোগ করতে হচ্ছে ক্রেতাদের। চলতি বছরের শুরুতে দুই দেশের বৈঠক হলেও শুল্ক উঠিয়ে নেওয়ার বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি যুক্তরাষ্ট্র।

বিশ্ব বাণিজ্য সংস্থার বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিনিধি বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থা যে ‘অকার্যকর’ তা তাদের এই বক্তব্যই প্রমাণ করে দেয়।

  • 40
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে