রোহিঙ্গা গণহত্যার বিচার বাংলাদেশে আদালত স্থানান্তরের অনুরোধ

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২০; সময়: ৮:১৪ অপরাহ্ণ |
রোহিঙ্গা গণহত্যার বিচার বাংলাদেশে আদালত স্থানান্তরের অনুরোধ

পদ্মাটাইমস ডেস্ক : রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে যে শুনানি হবে, তা নেদারল্যান্ডসের হেগের পরিবর্তে অন্য কোনও দেশে বিশেষ করে বাংলাদেশে স্থানান্তরের প্রস্তাব কোরে একটি আবেদন করা হয়েছে।

রোহিঙ্গাদের পক্ষে কাজ করছে এমন তিনটি ভিকটিম সাপোর্ট গ্রুপের আইনজীবীরা গত মাসে এ আবেদন করেন।

বিবিসি বাংলা, বুধবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। আবেদনে তারা এমন একটি দেশে এই শুনানির অনুরোধ জানিয়েছেন, যেটি নির্যাতনের শিকার রোহিঙ্গাদের কাছাকাছি কোনও দেশে হবে।

এই অনুরোধের পরিপ্রেক্ষিতে আইসিসির তিন নম্বর ‘প্রি ট্রায়াল চেম্বার’ আদালতের রেজিস্ট্রি বিভাগকে আদেশ দিয়েছে, দ্য হেগ থেকে অন্য কোন দেশ বা বাংলাদেশে আদালতের কার্যক্রম সরিয়ে নেয়ার সম্ভাব্যতা যাচাই করতে। আইসিসির সব কার্যক্রম সাধারণত চলে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে।

এই অনুরোধের পরিপ্রেক্ষিতে আইসিসির তিন নম্বর ‘প্রি ট্রায়াল চেম্বার’ আদালতের রেজিস্ট্রি বিভাগকে আদেশ দিয়েছে, হেগে থেকে অন্য কোন দেশ, যেমন বাংলাদেশে আদালতের কার্যক্রম সরিয়ে নেয়ার সম্ভাব্যতা যাচাই করতে। আগামী ২১শে সেপ্টেম্বরের আগেই এই সম্ভাব্যতা যাচাই করে রিপোর্ট দিতে বলা হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী আহমেদ জিয়াউদ্দীন এ সম্পর্কে বলেন, অন্য দেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের শুনানির জন্য আদালত বসানোর উদ্যোগ খুবই বিরল একটি ঘটনা। যেহেতু নির্যাতনের শিকার হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশেই আছেন, তাই এটি বাংলাদেশে হলে শুনানিতে তাদের সাক্ষ্য-প্রমাণ দেয়া সহজ হবে।

  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে