পরমাণু স্থাপনায় আরও আধুনিক শেড নির্মাণ করছে ইরান

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২০; সময়: ১০:৩৫ পূর্বাহ্ণ |
পরমাণু স্থাপনায় আরও আধুনিক শেড নির্মাণ করছে ইরান

পদ্মাটাইমস ডেস্ক : ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, তার দেশের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় আরো আধুনিক ও বড় আকারের একটি শেড স্থাপনের কাজ শুরু হয়েছে। গত জুলাই মাসে হামলায় এই স্থাপনার একটি শেড ক্ষতিগ্রস্ত হওয়ার পর এ পদক্ষেপ নেয়া হলো।

ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত এ পরমাণু স্থাপনায় গত জুলাই মাসে হামলা চালায় দুষ্কৃতকারীরা। ওই হামলায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে গত জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থা’র মুখপাত্র বেহরুজ কামালভান্দি।

মঙ্গলবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের বৈঠক শেষে সালেহি আরো বলেন, জুলাই মাসের ওই ঘটনার পর তার সংস্থা সবার আগে অত্যাধুনিক সেন্ট্রিফিউজ উৎপাদনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। বৈঠকে ইরানের প্রতিবেশী দেশগুলোর পরমাণু কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে বলে আলী আকবর সালেহি জানান।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন, সংযুক্ত আরব আমিরাত চারটি পরমাণু চুল্লি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের প্রথম চুল্লিটি এরইমধ্যে চালু হয়ে গেছে।

তিনি বলেন, এছাড়া সৌদি আরব পরমাণু কর্মসূচি শুরু করেছে এবং তুরস্কও পারমাণবিক শক্তি কেন্দ্র নির্মাণের লক্ষ্যে ব্যাপক মাত্রায় কাজ চালিয়ে যাচ্ছে।

  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে