চীনা সংস্থাকে ধন্যবাদ জানিয়ে তোপের মুখে ডিজনি

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২০; সময়: ১০:২৯ পূর্বাহ্ণ |
চীনা সংস্থাকে ধন্যবাদ জানিয়ে তোপের মুখে ডিজনি

পদ্মাটাইমস ডেস্ক : চীনের সরকারি সংস্থাকে ধন্যবাদ জানিয়ে সমালোচনার মুখে পড়েছে মার্কিন গণমাধ্যম ও বিনোদন জায়ান্ট ডিজনি। চীনা ওই সংস্থাটির বিরুদ্ধে জিনজিয়াংয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ উইঘুরদের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

‘মুলান’ ছবিটি তৈরি সহযোগিতা করায় চীনা সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল ডিজনি। জিনজিয়াংয়ে ‘মুলান’ ছবির বেশ কিছু অংশের শুটিং হয়েছে। ছবিটি একজন নারী যোদ্ধাকে ঘিরে যে অসুস্থ বাবাকে বাঁচাতে ছদ্মবেশে সেনাবাহিনীতে অংশ নেয়।

১৯৯৮ সালের অ্যানিমেটেড ছবি ‘মুলান’ এর লাইভ অ্যাকশন রিমেক করেছে ডিজনি। এত সহযোগিতা করেছে চীন সরকারের বেশ কিছু সহযোগী প্রতিষ্ঠান। গত মার্চে ছবিটি মুক্তির কথা ছিল কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। সম্প্রতি ছবিটি ডিজনি প্লাসে মুক্তি দেওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে