গ্রিসের সঙ্গে উত্তেজনা চরমে, বিরাট সামরিক মহড়া তুরস্কের

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২০; সময়: ১:৩৯ অপরাহ্ণ |
গ্রিসের সঙ্গে উত্তেজনা চরমে, বিরাট সামরিক মহড়া তুরস্কের

পদ্মাটাইমস ডেস্ক : গ্রিস ও তুরস্কের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আর এমন পরিস্থিতির মাঝেই উত্তর সাইপ্রাসে বার্ষিক সামরিক মহড়া শুরু করেছে তুরস্ক। অন্যদিকে ফ্লান্স জানিয়েছে, ইইউ কাউন্সিলের বৈঠকে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা নিয়ে আলোচনা হতে পারে।

রোববার থেকে শুরু হয়েছে উত্তর সাইপ্রাসে তুরস্কের বার্ষিক সামরিক মহড়া। সম্প্রতি গ্রিসের সঙ্গে তুরস্কের বিরোধের পরিপ্রেক্ষিতে এ মহড়া বাড়তি গুরুত্ব পাচ্ছে। এর আগে শনিবারই তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ‘গ্রিস হয় রাজনীতি ও কূটনীতির ভাষা বুঝবে, না হয় তাদের মাটিতে বেদনাদায়ক অভিজ্ঞতার মুখে পড়তে হবে। তুরস্কের জনগণ সব ধরনের সম্ভাবনার জন্য তৈরি।’

এদিকে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ‘আমাদের এবং টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাসের সামরিক অগ্রাধিকার একই।’ তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, মহড়া সাফল্যের সঙ্গে চলছে।

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে