পরমাণু সহযোগিতা চালিয়ে যেতে সম্মত রাশিয়া ও ইরান

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২০; সময়: ১০:২২ পূর্বাহ্ণ |
পরমাণু সহযোগিতা চালিয়ে যেতে সম্মত রাশিয়া ও ইরান

পদ্মাটাইমস ডেস্ক : বেসামরিক কাজ পরমাণু সহযোগিতা চালিয়ে যেতে সম্মত হয়েছে রাশিয়া ও ইরান। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত পরমাণু কোম্পানি রোসাতমের উপপ্রধান নিকোলাই স্প্যাসকির সঙ্গে শনিবার মস্কোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালির সাক্ষাতে দু’দেশ এ সম্মতি প্রদান করে।

সাক্ষাতে স্প্যাসকি ও জালালি দু’দেশের মধ্যে চলমান পরমাণু সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করেন এবং এই সহযোগিতার পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করার উপায় নিয়ে কথা বলেন। ইরানের পরমাণু সমঝোতাকে কেন্দ্র করে ওয়াশিংটন তেহরানের ওপর যে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে রাশিয়া ইরানকে সহযোগিতা করার ক্ষেত্রে সে চাপ উপেক্ষা করবে বলে স্প্যাসকি জানান।

ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর এলাকায় দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চালু হয় রাশিয়ার সহযোগিতায়। এখন পর্যন্ত ওই প্রকল্পের এক নম্বর রিঅ্যাক্টর চালু হয়েছে। বাকি দু’টি রিঅ্যাক্টরের কাজ রাশিয়ার সহযোগিতায় এগিয়ে যাচ্ছে। সূত্র : পার্সটুডে।

  • 51
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে