আরও ভয়ঙ্কর ইরান, সীমার চেয়ে ‘১০ গুণ বেশি’ ইউরেনিয়াম মজুদ

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২০; সময়: ৯:৩২ পূর্বাহ্ণ |
আরও ভয়ঙ্কর ইরান, সীমার চেয়ে ‘১০ গুণ বেশি’ ইউরেনিয়াম মজুদ

পদ্মাটাইমস ডেস্ক : আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান। আন্তর্জাতিক চুক্তির অধীনে অনুমোদিত সীমার চেয়ে ১০ গুণ বেশি ইউরেনিয়াম মজুদ করেছে দেশটি। জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থার বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এ ব্যাপারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, ইরানের মজুদ করা ইউরেনিয়ামের সংখ্যা ২ হাজার ১০৫ কেজি। যা পরমাণু সমঝোতায় বর্ণিত পরিমাণের ১০ গুণ। ২০১৫ সালে বিশ্বের ছয় পরাশক্তির সঙ্গে পরমাণু চুক্তি অনুযায়ী তিনশ কেজির নিচে এটি মজুদ থাকার কথা।

জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা বলছে, ইরান এখনও ৪.৫ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে যাচ্ছে। যদিও পরমাণু সমঝোতায় দেশটি সর্বোচ্চ ৩.৬৭ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল।

অবশ্য ইরান জোর দাবি করেছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে তারা পরমাণু কর্মসূচি বহাল রেখেছে। দেশটিতে দুটি সাবেক পরমাণু স্থাপনায় আইএইএ’র পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়ার পর এমন প্রতিবেদন প্রকাশিত হলো।

শুক্রবার ভিয়েনায় আইএইএ’র সদর দপ্তরে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে একটি স্থাপনা পরিদর্শন করেছেন সংস্থার পরিদর্শকরা। অন্যটি চলতি মাসেই পরিদর্শন করা হবে বলে তেহরানের সঙ্গে কথা হয়েছে।

  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে