‘ইসরায়েলি ক্ষেপণাস্ত্র’ ভূপাতিত করেছে সিরিয়া

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২০; সময়: ১১:২৮ পূর্বাহ্ণ |
‘ইসরায়েলি ক্ষেপণাস্ত্র’ ভূপাতিত করেছে সিরিয়া

পদ্মাটাইমস ডেস্ক : সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে বুধবার (২ সেপ্টেম্বর) তিয়াস বা টি-ফোর বিমান ঘাঁটির দিকে ছোড়া একাধিক ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বিমান প্রতিরক্ষা বাহিনী। তাদের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।

শুধুমাত্র বস্তুগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে সামরিক সূত্র জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে। এই ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর কেউ মন্তব্য করতে চাননি।

বুধবার রাত ১০টা ২৩ মিনিটে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় আল-তানফ এলাকা থেকে টি-ফোর বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা তাদের রিপোর্টে বলেছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়।

দুই দিন আগে ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। ওই হামলায় ২ সেনা নিহত ও সাতজন আহত হন। অধিকৃত গোলান মালভূমি থেকে সোমবারের হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে