কারাবন্দী তালেবান সদস্যদের ছেড়ে দিচ্ছে আফগানিস্তান

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২০; সময়: ১০:২১ পূর্বাহ্ণ |
কারাবন্দী তালেবান সদস্যদের ছেড়ে দিচ্ছে আফগানিস্তান

পদ্মাটাইমস ডেস্ক : কারাবন্দী তালেবান সদস্যদের ছেড়ে দিচ্ছে আফগানিস্তান সরকার। আফগানিস্তানের কারাগারে বন্দী থাকা সর্বশেষ কয়েকশত তালেবান সদস্যকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া আবারো শুরু হয়েছে। একজন তালেবান কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার পর্যন্ত ২০০ কারাবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে তালেবানদের পক্ষ থেকেও চার আফগান কমান্ডোকে মুক্তি দেওয়া হয়েছে।

আফগান সরকারের সঙ্গে শান্তি চুক্তির করার জন্য সকল কারাবন্দীদের মুক্তি দেওয়ার শর্ত দিয়েছিলো তালেবানরা। কারাবন্দী সকল সদস্যরা মুক্তি পেলে আশা করা হচ্ছে কয়েকদিনের মধ্যে কাতারে আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করবে তালেবানরা।

উল্লেখ্য, আফগানিস্তান সরকারের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার জন্য ৫ হাজার বন্দীকে মুক্তি দেওয়ার শর্ত দিয়েছিলো তালেবানরা। এর মধ্যে সর্বশেষ ৪০০ জন বন্দী কারাগারে ছিলেন। যাদের বেশিরভাগই হাইপ্রোফাইল যোদ্ধা বলে জানা গেছে। আর এদের ছাড়ার ক্ষেত্রে অনেকটা বেঁকে বসেছিল আফগানিস্তান সরকার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে