ভারতে কংগ্রেসের বাইরে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী মোদি

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২০; সময়: ২:০৪ অপরাহ্ণ |
ভারতে কংগ্রেসের বাইরে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী মোদি

পদ্মাটাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী হিসেবে অভিনব নজির গড়লেন নরেন্দ্র মোদি ৷ ২২৭১ দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর মোদি এখন ভারতের সবচেয়ে দীর্ঘ মেয়াদী অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী। এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর দখলে। এবার তাকে টপকে গিয়ে নরেন্দ্র মোদিই হলেন সেই ব্যক্তি যিনি, ভারতের চতুর্থ দীর্ঘ মেয়াদে থাকা প্রধানমন্ত্রী হলেন।

বৃহস্পতিবার তার দল বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ প্রধানমন্ত্রী মোদি কোনো একজন অ-কংগ্রেসি হিসেবে দেশের প্রধানমন্ত্রী থাকার দীর্ঘতম মেয়াদ পূর্ণ করলেন। বাজপেয়ী তার প্রধানমন্ত্রীত্বের মেয়াদে ২,২৬৮ দিন ছিলেন। আজ প্রধানমন্ত্রী মোদি সেই সময়কালকেও ছাড়িয়ে গেলেন।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সুদীর্ঘ মেয়াদে দেশের শাসনক্ষমতায় ছিলেন কংগ্রেসের জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধি এবং মনমোহন সিং। চতুর্থ স্থানে নরেন্দ্র মোদি।

২০১৪ সালে মোদির নেতৃত্বেই বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সে বছরের ২৬ মে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার শপথ নেন ২০১৯ সালের ৩০ মে।

ভারতের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব হাতে নেয়ার আগে নরেন্দ্র মোদি ২০০১ সাল থেকে টানা ১৩ বছর নিজের রাজ্য গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

উত্তর গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করা নরেন্দ্র দামোদরদাস মোদি কৈশোরে চা বিক্রি করতেন। কিন্তু সেখানে থেকে জীবনের মোড় ঘুরে গিয়ে বর্তমানে তিনি পুরো ভারতের প্রধানমন্ত্রী, যা অনেকটাই রূপকথার গল্পের মতো।

নরেন্দ্র মোদি কৈশোরে অখিল ভারতীয় ছাত্র পরিষদে যোগ দেন, যা কিনা বিজেপির আদর্শগত পরামর্শদাতা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন। পরবর্তীকালে সেই আরএসএসই তাকে ১৯৮৫ সালে বিজেপির সক্রিয় সদস্য হিসেবে কাজ করার অনুমতি দেয়।

২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী পদে বসার আগে পর্যন্ত তিনি দলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্বও সামলে ছিলেন।

  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে