গভীর মন্দায় ব্রিটেন, ধাক্কা খাবে বাংলাদেশও

প্রকাশিত: আগস্ট ১২, ২০২০; সময়: ৮:২১ অপরাহ্ণ |
গভীর মন্দায় ব্রিটেন, ধাক্কা খাবে বাংলাদেশও

পদ্মাটাইমস ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর মধ্যে গভীর আর্থিক মন্দায় পড়েছে ব্রিটেনে। মূলত মহামারীর কারণেই গত ১১ বছরে পর আবরো মন্দা পরিস্থিতি দেখল দেশটির জনগণ। এতে করে বাংলাদেশের রপ্তানী খাতেও বড় ধরনের ধাক্কা লাগতে পারে। কারণ বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রপ্তানীর গন্তব্য ব্রিটেন।

চলতি অর্থবছরের এপ্রিল–জুন মাসে ব্রিটেনের অর্থনীতি ২০ শতাংশ সঙ্কুচিত হয়েছে। চ্যান্সেলর রিশি সুনাক বলেন, আশঙ্কা সত্যি হলো। ইতোমধ্যেই বহু মানুষের চাকরি গেছে। আরো যাবে!’

মহামারীর কারণে জারি করা লকডাইন জুন থেকে শিথিল হলে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়। এতে করে আবারো ঘুরে দাঁড়াতে শুরু করে যুক্তরাজ্যের অর্থনীতি। মে মাসের তুলনায় ওই মাসে মোট উৎপাদন ৮.৭ শতাংশ বেড়েছিল। যা ফেব্রুয়ারির তুলনায় এক ষষ্ঠাংশ। ব্রিটেনের এই অর্থনৈতিক মন্দার প্রভাব ইওরোপীয় অঞ্চলসহ বাংলাদেশ ও প্রতিবেশি ভারতেও প্রভাব ফেলবে। কারণ ভারতও দেশটিতে প্রচুর পণ্য রপ্তানী করে।

এদিকে সিঙ্গাপুরের অর্থনীতি নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধে দেশটির অর্থনীতির আকার ৪২.৯ শতাংশ সঙ্কুচিত হয়েছে। ফলে দেশটির বিশেষজ্ঞরা মন্দা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

  • 38
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে