সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অবস্থা এখনো সঙ্কটাপন্ন

প্রকাশিত: আগস্ট ১২, ২০২০; সময়: ৭:৫৬ অপরাহ্ণ |
সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অবস্থা এখনো সঙ্কটাপন্ন

পদ্মাটাইমস ডেস্ক : রবিবার রাতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অবস্থা এখনো সঙ্কটাপন্ন। তাকে এখনো ভেন্টিলেটশনে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রণব মুখার্জির মেয়ে কংগ্রেস নেতা শর্মিষ্ঠা মুখার্জি সকালে এক টুইট বার্তায় জানান, তার বাবা গুরুতর অসুস্থ। গত বছর এ সময় প্রণব মুখার্জি ভারত রত্নে ভূষিত হন। দেশবাসীকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল থেকে জানানো হয়, প্রণব মুখার্জির অবস্থা এখনও আশঙ্কাজনক। রবিবার রাতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। তার মাথায় রক্ত জমাট বাঁধে এবং স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়। পরে চিকিৎসকদের পরামর্শে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে ভর্তি করা হলে নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ে তার।

  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে