বৈরুতে বিস্ফোরণে বাংলাদেশি নিহত বেড়ে ৫

প্রকাশিত: আগস্ট ১১, ২০২০; সময়: ৯:০৯ পূর্বাহ্ণ |
বৈরুতে বিস্ফোরণে বাংলাদেশি নিহত বেড়ে ৫

পদ্মাটাইমস ডেস্ক : লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে মোহাম্মাদ রাশেদ নামে আরও এক বাংলাদেশিকে নিহত হিসাবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।

সোমবার লেবাননে বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন বলেন, বিস্ফোরণের দিন থেকে রাশেদ নিখোঁজ ছিল এবং একদিন পরে মারা যায়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিখোঁজ বাংলাদেশির তথ্য জানানো হলে হাসপাতালে গিয়ে শনাক্ত করা হয়।

তিনি আরও বলেন, বর্তমানে ৩ জন গুরুতর অবস্থায় আছেন, তারা হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে বাংলাদেশি নিহত হিসাবে শনাক্ত হওয়া ৪ জন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মেহেদী হাসান রনি ও মো. রাসেল, মাদারীপুরের মিজানুর রহমান এবং কুমিল্লার রেজাউল।

প্রসঙ্গত, গত ৪ আগস্টের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে এবং এখনও নিখোঁজ ১১০ জন। এতে আহত হয়েছেন আরও ৬ হাজারের বেশি মানুষ।

  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে