লেবাননের পাশে দাঁড়াতে চশমা নিলামে তুলছেন মিয়া খলিফা

প্রকাশিত: আগস্ট ১০, ২০২০; সময়: ১০:১১ অপরাহ্ণ |
লেবাননের পাশে দাঁড়াতে চশমা নিলামে তুলছেন মিয়া খলিফা

পদ্মাটাইমস ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে স্তম্ভিত পুরো বিশ্ব। এ ধ্বংসযজ্ঞে হতাহতের পাশাপাশি বহু ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়েছে গেছে। এতে করে নিঃস্ব হয়ে রাস্তায় নেমেছে প্রায় তিন লাখ মানুষ। এমতাবস্তায় দেশটির পাশে দাঁড়াতে চান সাবেক অ্যাডাল্ট ফিল্ম তারকা মিয়া খলিফা।

বিধ্বস্ত লেবাননের জন্য অর্থ সংগ্রহ করতে নিজের ব্যবহৃত চশমাটিকে নিলামে তুলবেন মিয়া খলিফা। তার প্রতিটি ফিল্মেই এই চশমাটি পরেছিলেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানান তিনি। এমন খবর প্রকাশ করেছে নিউজ এইট্টিন।

ওই পোস্টে মিয়া খলিফা জানান, ভয়াবহ বিস্ফোরণে বিধস্ত বৈরুতের পাশে দাঁড়াতে তার চশমাটিকে তুলছেন নিলামে। সংগৃহীত অর্থ তিনি রেড ক্রসের ত্রাণ তহবিলে দিতে চান।

এর আগে ৪ আগস্ট, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির রাজধানী বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরক দ্রব্যের গুদামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে অনন্ত ১৩৫ জন নিহত হয়। আর আহত হয়েছে আরো পাঁচ হাজার মানুষ। এতে বহু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় তিন লাখ মানুষ ঘর-বাড়ি হারিয়ে এখন রাস্তায়। দেখা দিয়েছে খাদ্য সংকট।

প্রসঙ্গত, মাত্র ১১টি অ্যাডাল্ট ফিল্ম করেই এই ইন্ডাস্ট্রিকে মিয়া বিদায় জানিয়েছে মিয়া খলিফা। এরপরও জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। কমেনি তার অনুরাগীর সংখ্যাও।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে