পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৬

প্রকাশিত: আগস্ট ১০, ২০২০; সময়: ৫:২০ অপরাহ্ণ |
পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৬

পদ্মাটাইমস ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চামান মাল রোডে বোমা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে ২০ জন।

সোমবার সকালে অজ্ঞাত কিছু সন্ত্রাসী এ বিস্ফোরণ ঘটায় বলে দেশটির পুলিশ জানিয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খবর ডন ও জিয়ো নিউজের।

প্রাদেশিক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মোহসিন জানান, দৃষ্কৃতকারীরা রাস্তার পাশে পার্ক করে রাখা একটি মোটরসাইকেলে বোমা পেতে রাখে যেটির বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে।

পুলিশের সহকারী কমিশনার জাকাউল্লাহ দুররানি বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনাকারী একটি গাড়ি লক্ষ্য করে এই বোমা হামলা হয়। বোমা বিস্ফোরণে আশপাশের দোকান ও ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ছে।

চামানকে বেলুচিস্তানের একটি স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচনা করা হয় যার সীমান্ত রয়েছে আফগানিস্তানের গোলযোগপূর্ণ কান্দাহার প্রদেশের সঙ্গে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বোমা বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন। টুইটারে দেয়া বার্তায় তিনি হামলায় হতাহতদের জন্য গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে