হংকংয়ের মিডিয়া শিল্পপতি জিমি লাই গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ১০, ২০২০; সময়: ৩:০৭ অপরাহ্ণ |
হংকংয়ের মিডিয়া শিল্পপতি জিমি লাই গ্রেপ্তার

পদ্মাটাইমস ডেস্ক :
বিদেশি শক্তির সাথে যোগসাজশ থাকার সন্দেহে জাতীয় নিরাপত্তা আইনে সোমবার সকালে মিডিয়া শিল্পপতি জিমি লাইকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ।

মার্ক সিমন নামে তার এক সহযোগী বলেন, গত জুনে চীনের আরোপ করা বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের আওতায় ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর হংকংয়ে গণতন্ত্রপন্থী যে বিক্ষোভ হয়েছিল তাতে সমর্থন দিয়েছিলেন জিমি লাই। এমনকি তাকে সক্রিয়ভাবে এসব বিক্ষোভে অংশও নিতে দেখা গেছে।

হংকং পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের সন্দেহে সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

জনপ্রিয় ট্যাবলয়েড অ্যাপল ডেইলির মালিক জিমি লাই হংকংয়ে গণতন্ত্রের পক্ষের একজন স্পষ্টভাষী ব্যক্তিত্ব এবং তিনি নিয়মিতভাবে চীনের কর্তৃত্ববাদী শাসনের সমালোচনা করে থাকেন।

সাইমন জানান যে পুলিশ লাই ও তার ছেলের বাসা এবং লাই প্রতিষ্ঠিত মিডিয়া গ্রুপ নেক্সট মিডিয়ার অন্য সদস্যদের বাসায় তল্লাশি চালিয়েছে।

৭১ বছর বয়সী জিমি লাইয়ের ব্রিটেনের নাগরিকত্বও রয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে অবৈধ সমাবেশ এবং ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করা হয়। তবে পরবর্তীতে তাকে জামিন দেওয়া হয়।

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে