বিশ্বের সেরা ধনীদের তালিকায় চতুর্থ মুকেশ আম্বানি

প্রকাশিত: আগস্ট ৯, ২০২০; সময়: ১২:১১ অপরাহ্ণ |
বিশ্বের সেরা ধনীদের তালিকায় চতুর্থ মুকেশ আম্বানি

পদ্মাটাইমস ডেস্ক :
মহামারি করোনা, লকডাউন বা অর্থনীতিক বিপর্যয়ই কিছুই থামাতে পারেনি তাকে। ব্লুমবার্গ বিলিয়নিয়র্স ইন্ডেক্সের তথ্যমতে, বিশ্বের অর্থনীতির ধনকুবেরদের পেছনে ফেলে সেরা ১০ ধনীর তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন রিয়ালেন্স ইন্ডাস্ট্রিজর চেয়ারম্যান মুকেশ আম্বানি। অর্থনীতির কঠিন ময়দানেও একের পর এক বিদেশি বিনিয়োগের জেরে তার মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৮০০ কোটি ৬০ লক্ষ ডলার।

নিউ ইয়র্কের সংস্থা ব্লুমবার্গ বিলিয়নিয়র্স ইন্ডেক্স জানিয়েছে, ইউরোপের ধনকুবের বার্নার্ড আর্নল্টকে পেছনে ফেলে এই স্থান দখল করেছেন মুকেশ। বার্নার্ড আর্নল্ট হলো বিশ্বের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড লুই ভুঁইটোর কর্ণধার।

মুকেশ আম্বানির আগে সেরা তিনে রয়েছেন জেফ বেজোস, বিল গেটস এবং মার্ক জাকারবার্গ। শুধু বার্নার্ডকেই নয়, চতুর্থ স্থানে নিজের নিজের নাম তুলতে পশ্চিমের একাধিক বিজনেস টাইকুনকে পেছনে ফেলেছেন মুকেশ আম্বানি।

শুধু ধনীদের তালিকায় চতুর্থ স্থান নয়, সম্প্রতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তি উৎপাদক সংস্থা হিসেবে নজির গড়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর ফলে রিয়ায়েন্সের শেয়ার বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ। বর্তমানে যার বাজারমূল্য ১৮৯ বিলিয়ন ডলার।

চলতি বছরে রিলায়েন্সের শেয়ার এক ধাক্কায় বেড়েছে ৪৬ শতাংশ। ফলে মুকেশ আম্বানির ঘরে লক্ষ্মী লাভের অঙ্কটা দাঁড়িয়েছে ২২ দশমিক ৩ বিলিয়ন ডলার। এছাড়া মুকেশের মোট সম্পত্তির পরিমাণ ৮শ কোটি ৬০ লাখ ডলার।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

  • 94
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে