লেবাননের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ (ভিডিও)

প্রকাশিত: আগস্ট ৪, ২০২০; সময়: ১১:০৯ অপরাহ্ণ |
লেবাননের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ (ভিডিও)

পদ্মাটাইমস ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গোটা এলাকার আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। বিস্ফোরণের ভয়াবহতায় এলাকার বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। ছিন্ন ভিন্ন হয়ে গেছে ছোট ছোট স্থাপনা এবং আশপাশের দোকান। মঙ্গলবার (০৪ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বৈরুতের সমুদ্র বন্দরে ঘটা এই বিস্ফোরণ কোনো পক্ষের হামলা কিনা বা এই বিস্ফোরণের কারণ তাৎক্ষণাৎ জানা যায়নি বলে উল্লেখ করেছে রয়টার্স। এ বিস্ফোরণের ধ্বংসযজ্ঞ এই খবর লেখা (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা) পর্যন্ত চলামান। আগুন ছড়িয়ে পড়ছে এলাকায়। এরই মধ্যে আরব নিউজের লাইভে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

এই বিস্ফোরণের কারণে সৃষ্ট আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে উল্লেখ করেছেন আল-জাজিরার লেবানন প্রতিনিধি জেইনা খোদার। তিনি বলেন, এখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমি সড়কে হাঁটছি। চারদিকে ভাঙা কাঁচের টুকরো পড়ে রয়েছে। এখানে বহু মানুষ হতাহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কিছুদিন যাবত ইসরায়েলের সঙ্গে লেবাননের হিজবুল্লার সম্মুখযুদ্ধ চলছিল সীমান্তে। এরই জেরে দেশ দুটির সম্পর্ক আবারো উত্তেজিত হয়ে ওঠে।

  • 40
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে