মার্কিন গবেষণাপত্রের দিকে নজর চীনের

প্রকাশিত: জুলাই ১৩, ২০২০; সময়: ১০:০২ পূর্বাহ্ণ |
মার্কিন গবেষণাপত্রের দিকে নজর চীনের

পদ্মাটাইমস ডেস্ক : চীন-যুক্তরাষ্ট্রের মাঝে চলমান বিরোধ থামছেই না। বরং দুই দেশের কিছু কর্মকাণ্ডে উত্তেজনার পারদ বেড়েই চলছে। এবার যুক্তরাষ্ট্র অভিযোগ তুলেছে, করোনাভাইরাস সংক্রান্ত মার্কিন গবেষণা হাতিয়ে নিতে চীন নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) হিসাব অনুযায়ী, বর্তমানে তারা যত ঘটনা তদন্ত করছে, সেগুলোর প্রায় অর্ধেকই চীন সম্পর্কিত।

এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে সম্প্রতি জানান, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠান, ওষুধ কম্পানি, গবেষণাধর্মী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে চীনের নজর রয়েছে। তারা এসব প্রতিষ্ঠানের মাধ্যমে করোনাভাইরাস সংক্রান্ত মার্কিন গবেষণা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
তিনি জানান, বর্তমানে এফবিআই প্রায় পাঁচ হাজার ঘটনা তদন্ত করছে। এর মধ্যে প্রায় আড়াই হাজার চীন সম্পর্কিত। ক্রিস্টোফার রে বলেন, ‘আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি যে প্রতি ১০ ঘণ্টায় চীনের বিরুদ্ধে একটি করে ঘটনার তদন্তে নামতে হচ্ছে।’

চীন কী ধরনের কৌশল অবলম্বন করছে—এমন প্রশ্নের জবাবে এফবিআই পরিচালক বলেন, ‘আমেরিকানদের জানা থাকা দরকার যে, উদ্দেশ্য পূরণের জন্য চীন সাইবার হামলাসহ সম্ভাব্য সব ধরনের পন্থাই অবলম্বন করছে। এমনকি সশরীরে কাউকে পাঠিয়ে নথি চুরির চেষ্টাও চালায় তারা।’

ক্রিস্টোফার বলেন, ‘চীন শুধু তাদের গোয়েন্দা বাহিনীর সদস্যদেরই ব্যবহার করছে না। রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠান, তথাকথিত কিছু বেসরকারি প্রতিষ্ঠান, স্নাতকোত্তর পর্যায়ের নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থী, গবেষকসহ নানা শ্রেণি-পেশার মানুষকেই তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।’

এফবিআই পরিচালকের অভিযোগ, ‘নিজেরা উদ্ভাবনের দিকে মনোযোগ না দিয়ে চীন প্রায়ই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য চুরি করে। এরপর এসব তথ্য তারা প্রয়োগ করে মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেই। বলা যায়, তথ্য চুরির মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে দুবার প্রতারণা করছে।’

  • 27
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে