সাগরপথে দুই দিনে ইতালিতে ৩৬২ বাংলাদেশি

প্রকাশিত: জুলাই ১২, ২০২০; সময়: ৯:৫১ পূর্বাহ্ণ |
সাগরপথে দুই দিনে ইতালিতে ৩৬২ বাংলাদেশি

পদ্মাটাইমস ডেস্ক : সাগরপথে গত দুই দিনে ইতালি পৌঁছেছে ৩৬২ বাংলাদেশি। ইতালির স্থানীয় গণমাধ্যম দ্য লোকাল এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, গত দুই দিনে সাগরপথ পাড়ি দিয়ে ইতালির লাম্পেদুসা দ্বীপে ৫০০ বেশি অভিবাসী পৌঁছেছে।

লিবিয়ার একটি নৌকায় ৯৫ জন এবং অপরটিতে ২৬৭ জন বাংলাদেশি রয়েছেন। গ্রীষ্মকালে ভূমধ্যসাগর শান্ত থাকার সুযোগ নিয়ে এসব অভিবাসীরা ইতালি পৌঁছেছে।

আইওএম মুখপাত্র ফ্লাবিও ডি জিয়াকোমো ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বাংলাদেশিদের ইতালি পৌঁছানোর ঘটনা নতুন নয়।

দেশটিতে চলতি বছরের এখন পর্যন্ত প্রায় আট হাজার অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছে। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল তিন হাজার। আর ২০১৮ সালে এই সংখ্যা ছিল প্রায় ১৭ হাজার।

  • 40
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে