উত্তর প্রদেশে দুর্বৃত্তের গুলিতে ৮ পুলিশ নিহত

প্রকাশিত: জুলাই ৩, ২০২০; সময়: ৪:১৪ অপরাহ্ণ |
উত্তর প্রদেশে দুর্বৃত্তের গুলিতে ৮ পুলিশ নিহত

পদ্মাটাইমস ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে দুর্বৃত্তের গুলিতে পুলিশের ৮ সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে প্রদেশের রাজধানীর লখনৌ থেকে ১৫০ কিলোমিটার দূরে কানপুরের কাছে শিবরাজপুরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

মারা যাওয়া পুলিশ সদস্যদের মধ্যে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এছাড়া রয়েছেন ৩ জন সাব-ইন্সপেক্টর ও ৪ জন কনস্টেবল।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিকাশ দেবু নামে পুলিশের ওয়ান্টেড তালিকায় থাকা অন্তত ৬০ মামলার আসামিকে গ্রেপ্তারের অভিযানে যান স্থানীয় ৩টি থানার পুলিশ সদস্যরা। রাত ১টার দিকে ওই এলাকায় ঢোকার পর একটি বাড়ির ছাদ থেকে পুলিশ টিমের ওপর এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসীরা। তাতেই মৃত্যু হয় ৮ পুলিশ কর্মীর। এ ঘটনায় ৪ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্র বলছে, সম্ভবত অভিযানের খবর আগেই পেয়ে গিয়েছিল সন্ত্রাসীরা। তারা তৈরি হয়েই ছিল। পুলিশের গাড়ি আসতেই গুলি চালাতে শুরু করে। ঘটনার পরেই উত্তর প্রদেশের সীমানা সিল করে দেওয়া হয়েছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

এদিকে পুলিশ সদস্যদের মৃত্যুতে শোক জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন প্রদেশের পুলিশের ডিরেক্টর জেনারেল এইচ সি অসতি।

  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে