১৫ আগস্ট থেকে ভারতে সর্বস্তরের মানুষ পেতে পারেন করোনার ভ্যাকসিন!

প্রকাশিত: জুলাই ৩, ২০২০; সময়: ৩:০৭ অপরাহ্ণ |
১৫ আগস্ট থেকে ভারতে সর্বস্তরের মানুষ পেতে পারেন করোনার ভ্যাকসিন!

পদ্মাটাইমস ডেস্ক : প্রাণঘাতী করোনাভভাইরাসে পুরো বিশ্ব প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এমন অবস্থায় ভ্যাকসিনের পেছনে ছুটছে পুরো বিশ্ব।

পার্শ্ববর্তী দেশ ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২২ হাজারেরও বেশি নতুন রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। তার মধ্যেই এল সুসংবাদ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, ভ্যাকসিন নিয়েই এবার সুখবর দিলো ভারতের ফার্মাসিউটিক্যাল সংস্থা ‘ভারত বায়োটেক’। দেশটিতে ১৫ আগস্ট থেকে সর্বস্তরের মানুষ করোনার ভ্যাকসিন পেতে পারেন।

জানা গেছে, কোম্পানিটি ৭ জুলাই থেকে ভারতে তৈরি করোনার ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু করবে। পুরো জুলাই মাস জুড়ে চলবে এই ট্রায়াল।

গত ৩০ জুন ভারত ফার্মাসিউটিক্যাল সংস্থা ভারত বায়োটেককে মানব দেহে করোনা ভ্যাকসিনের ট্রায়ালের অনুমোদন দেয়। একটি বিবৃতিতে ভারত বায়োটেকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি’র সহযোগিতায় এই ভ্যাকসিন তৈরি করেছে বায়োটেক।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধের জন্য পুরো বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১২টি ভ্যাকসিনের ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চলছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে