সৌদি বিচার বিভাগে নিয়োগ পাচ্ছেন অর্ধ শতাধিক নারী

প্রকাশিত: জুন ৭, ২০২০; সময়: ১১:২৬ পূর্বাহ্ণ |
সৌদি বিচার বিভাগে নিয়োগ পাচ্ছেন অর্ধ শতাধিক নারী

পদ্মাটাইমস ডেস্ক : এবার বিচার বিভাগে অর্ধ শতাধিক নারী কর্মকর্তাকে নিয়োগ দিচ্ছে সৌদি সরকার। জানা যায়, সবমিলিয়ে ৫৩ জন নারী কর্মকর্তা নিয়োগ পাচ্ছেন।

বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের রাজকীয় এক ফরমানে এ নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সৌদি গণমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি বাদশাহর এ সিদ্ধান্তের ফলে প্রথমবারের মতো দেশটির বিচার বিভাগের তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেতে চলেছেন অন্তত ৫৩ জন নারী।

সৌদি আরবের পাবলিক প্রসিকিউটরের জারিকৃত এক বিবৃতিতে জানানো হয়েছে, এসব নারী কর্মকর্তাদের বিচার বিভাগের নির্দিষ্ট কিছু মামলার তদন্তের দায়িত্ব দেয়া হতে পারে।

সৌদি আরবের প্রসিকিউটর জেনারেলের মুখপাত্র ডাক্তার মজিদ আল-দেশিমানিও এই ৫৩ জন নারী কর্মকর্তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সবমিলিয়ে ১৫৬ জন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে এবং খুব শিগগিরই তাদেরকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে।

বিচার বিভাগে এই নারী নিয়োগের ঘটনায় যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সংস্কার কর্মসূচি ভিশন- ২০৩০ বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সৌদি আরব। এর আগে এই মিশনের আওতায় সে দেশের নারীরা গাড়ি চালানো, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা ও কনসার্ট উপভোগ করাসহ নানা প্রকাশ স্বাধীনতা পেয়েছেন, যা আগে কখনও কল্পনাও করা যেত না।

  • 38
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে