ইতালির একটি প্রদেশ করোনামুক্ত

প্রকাশিত: জুন ৬, ২০২০; সময়: ১:২৩ অপরাহ্ণ |
ইতালির একটি প্রদেশ করোনামুক্ত

পদ্মাটাইমস ডেস্ক : করোনায় বিপর্যস্ত ইউরোপের পর্যটনসমৃদ্ধ দেশ ইতালিতে ফিরে আসতে শুরু করেছে প্রাণচাঞ্চল্য।

দেশটির এমন কোন প্রদেশ নেই যেখানে করোনার থাবা পড়েনি। এর মধ্যে ইতালির ইসেরনিয়া প্রদেশটি এখন করোনাভাইরাসমুক্ত বলে জানিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম।

গোটা ইতালির মধ্যে সর্ব প্রথম এই প্রদেশই করোনা সংক্রমণমুক্ত হলো। এখানে ৮৩ হাজার লোকের বসবাস। মোট পৌরসভা রয়েছে ৫২টি।

করোনাভাইরাসমুক্ত প্রদেশটির আশপাশের প্রদেশগুলো হলো- লাকুইলা, কাসেরতা এবং ফ্রসিননে। ইসেরনিয়া প্রদেশটি গঠন করা হয় ১০৭০ সালের ৩ মার্চে।

ইতালির একমাত্র এই প্রদেশের বাসিন্দারা মহামারীর প্রথম থেকে দেড় মাসের মধ্যে করোনারভাইরাসে আক্রান্ত হয়নি কেউ।

বিরল এ ঘটনা ইতালিসহ বিভিন্ন দেশেও বেশ আলোচিত হয়েছে। যদিও তারা লকডাউনের বাইরে ছিল না। এটি রোমের একটি ছোট্ট প্রদেশ।

ইসেরনিয়ার মেয়র জাকোমো বলেন, চলুন আমরা সবাই শান্তিতে থাকি। ৬৯ বছর বয়সী মেয়র একজন হিসাবরক্ষক ছিলেন।

এখানে বয়স্কদের জন্য বাসায় খাবার পৌঁছে দেয়া হয়। ওই এলাকার কিছু শিক্ষার্থী বিভিন্ন শহরে করোনায় আক্রান্তদের সেবায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন।

  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে