সংক্রমণের বিচারে ইতালিকে টপকে ৬ নম্বরে ভারত

প্রকাশিত: জুন ৬, ২০২০; সময়: ১২:০৮ অপরাহ্ণ |
সংক্রমণের বিচারে ইতালিকে টপকে ৬ নম্বরে ভারত

পদ্মাটাইমস ডেস্ক : ভারত প্রাণঘাতী করোনাভাইরাসের আঁতুড়ঘর চীনকে টপকে গেছে অনেক আগেই। এবার সংক্রমণের বিচারে ইতালিকে টপকে ৬ নম্বরে উঠে এলো দেশটি।

ইতিমধ্যে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৫ হাজারে পৌঁছেছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৪১ জনের।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় সব দেশের করোনা আক্রান্তের পরিসংখ্যান নিয়ে এ তথ্য প্রকাশ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার জানিয়েছে, মাত্র এক সপ্তাহ আগেই ভারত চীনকে টপকে ৯ নম্বরে ছিল, আর এই কদিনেই দেশ পৌঁছে গেছে ৬ নম্বরে।

ধারণা করা হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের বিশেষ ট্রেনে করে ভিন রাজ্য থেকে তাদের গন্তব্যে পৌঁছানো শুরু করতেই লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়তে শুরু করে।

শুক্রবার সকালের পরিসংখ্যানে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৬ হাজার 0৭৭০ জন। মারা গেছে মোট ৬ হাজার ৩৪৮ জন।

কিন্তু মধ্যরাতেই দেখা যায়, এক লাফে অনেকখানি বেড়ে গেছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা এখন ২ লাখ ৩৫ হাজার ৭৬৯ এ পৌঁছে গেছে; যেখানে ইতালিতে এখন ওই রোগে আক্রান্ত ২ লাখ ৩৪ হাজার ৫৩১ জন। এর মধ্যে আবার মারা গেছেন ৬ হাজার ৬৪১ জন করোনা রোগী।

ফলে মৃত্যুর হারে ভারত এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ হিসাবে বিশ্ব তালিকায় ১২তম স্থানে রয়েছে।

  • 83
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে