আমিরাত প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট চালুর ঘোষণা

প্রকাশিত: মে ২৮, ২০২০; সময়: ১০:৩৬ পূর্বাহ্ণ |

পদ্মাটাইমস ডেস্ক : আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস। দূতাবাস প্রধান মোহাম্মদ জোবায়েদ হোসেন এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে বেড়াতে এসে আটকে পড়া বাংলাদেশি নাগরিক, পরিবারের সদস্য (নারী, শিশু), অসুস্হ ব্যক্তি এবং অবৈধ হয়ে পড়া বাংলাদেশি যারা সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে ফিরতে চান তাদের জন্য এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ক্রমে দূতাবাস শিগগিরই কয়েকটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে যাচ্ছে বলে ও জানান তিনি।

এ ধরনের কোনো যাত্রী থাকলে পাসপোর্ট-ভিসার কপি এবং ফোন নম্বরসহ দূতাবাসের ইমেইলে ([email protected]) পাঠানোর জন্য অনুরোধ করেন তিনি।

উল্লেখ্য, করোনাভাইরাসে উদ্ভূত পইরিস্থিতির কারণে গত মার্চ মাসের ২০ তারিখ থেকে আমিরাত থেকে প্রবাসীদের যাতায়াত বন্ধ রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে