করোনার মতো মহামারীতে থেমে নেই ডা: শফিউল ইসলামের চিকিৎসা সেবা

প্রকাশিত: জুন ২৬, ২০২০; সময়: ৩:০৭ অপরাহ্ণ |
করোনার মতো মহামারীতে থেমে নেই ডা: শফিউল ইসলামের চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যদিয়েও অক্লান্ত পরিশ্রম করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার শফিউল ইসলাম। ডাক্তার শফিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টিকোরী বাজারের মুক্তিযোদ্ধা মোহাঃ আয়েশ উদ্দিনের ছেলে।

তিনি ১৯৮০ সালের ২৫ জুন ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের মিঞা পরিবারের নানা কাইয়ুম উদ্দিন মিঞার বাড়িতে জন্মগ্রহণ করেন।

শিক্ষা জীবনে তিনি ১৯৯৭ সালে কানসাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৯ সালে রাজশাহী কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সনদ লাভ করেন।

বর্তমানে তিনি শিবগঞ্জ পৌর এলাকায় সাবেক মেয়র শামীম কবির হেলিমের বাড়ীর সামনে সাদিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করছেন এবং নিজের জীবন বাঁজী রেখে এই মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যদিয়েই সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।

ডাক্তার শফিউল ইসলাম জানান, এসময় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ঔষধ কোম্পানির প্রতিনিধি, ফার্মেসীর মালিক, চিকিৎসকগণ সেবা প্রদান করছেন। করোনার মহামারীতে কেউ যেন অন্য রোগের সেবা থেকে বঞ্চিত না হয়। সেই জন্যে আমি সর্বদা চিকিৎসা সেবা দিচ্ছি ও আগামীতেও দিবো বলে জানান তিনি।

  • 172
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে