রাজশাহী হাসপাতালের প্যাথলজি ল্যাব লকডাউন

প্রকাশিত: জুন ২৪, ২০২০; সময়: ২:০০ পূর্বাহ্ণ |
রাজশাহী হাসপাতালের প্যাথলজি ল্যাব লকডাউন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্যাথলজি ল্যাব লকডাউন করা হয়েছে। মঙ্গলবার রাতে ল্যাবটি লকডাউন ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বুধবার (২৪ জুন) থেকে ল্যাবটিতে কোন পরীক্ষা হবে না বলে জানিয়েছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি জানান, মঙ্গলবার (২৩ জুন) ল্যাবের এক সহকারীর করোনা শনাক্ত হয়েছে। আগের দিন সোমবার আরেক সহকারীর করোনা শনাক্ত হয়। দুইজন সহকারী করোনা আক্রান্ত হওয়ায় মঙ্গলবার রাতে ল্যাবটি লকডাউন ঘোষণা করা হয়েছে। সেখানে সকাল কার্যক্রম বন্ধ থাকবে।

তবে হাসপাতালের বহিবির্ভাগের করোনা শনাক্তের পিসিআর ল্যাব চালু থাকবে বলে জানিয়েছেন ডা. সাইফুল ফেরদৌস। তিনি জানান, করোনা ল্যাব আগের মতোই চালু থাকবে। প্রতিদিন নমুনা পরীক্ষা করা হবে।

এর আগে সোমবার রামেক হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের ৩১ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করা দুই চিকিৎসক ও চার নার্সের করোনা সংক্রমণ ধরা পড়ে। রাতে এই ওয়ার্ডটি লকডাউন ঘোষণা করে কর্তৃপক্ষ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে