করোনায় ২২ চিকিৎসকের মৃত্যু, আক্রান্ত ১০১৬

প্রকাশিত: জুন ৫, ২০২০; সময়: ১:৩৯ পূর্বাহ্ণ |
করোনায় ২২ চিকিৎসকের মৃত্যু, আক্রান্ত ১০১৬

পদ্মাটাইমস ডেস্ক : দেশে করোনাভাইরাস মোকাবিলায় ফ্রন্টলাইনে থেকে ‘যুদ্ধ’ করছেন চিকিৎসকরা। করোনা রোগীদের সেবা দিতে গিয়ে চিকিৎসকরাও এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ইতোমধ্যে আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে প্রাণও হারিয়েছেন অনেক চিকিৎসক।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১ হাজার ১৬ জন চিকিৎসককে শনাক্ত করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন চিকিৎসক। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচ জন চিকিৎসক।

বৃহস্পতিবার রাতে এফডিএসআর’র যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত নিশ্চিতভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ১৭ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও পাঁচ জন।’

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফয়েজ বলেন, ‘গত ১ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বাংলাদেশে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে। যেটা আমরা আরও আগে থেকে ধারণা করেছিলাম। আমার ধারণা, বেশকিছু মানুষের পরীক্ষা করা হয়েছে, যাদের মধ্যে কোনো উপসর্গ নেই, কিন্তু তাদের মধ্যেও করোনার সংক্রমণ পাওয়া গেছে। এখন এসব বিষয় দেখতে হবে, দৈনিক কতজন করোনার হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করছেন এবং কতজনের পরীক্ষা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘করোনাকালে সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা। আমাদের সংক্রামক নিয়ন্ত্রণ ব্যবস্থাও অতটা শক্তিশালী না। আমাদের শুধুমাত্র সংক্রামক রোগের জন্য আলাদা কোনো হাসপাতালও নেই। এখন তো করোনার কারণে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল করা হচ্ছে। এই অবস্থায় সব চিকিৎসককে এক করতে হবে। এই মহামারিতে তারাই ফ্রন্টলাইনার। কাউকে আলাদা না ভেবে পুরো স্বাস্থ্য ব্যবস্থার আওতায় এনে তাদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে হবে। তাদের সুরক্ষা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। এরপর কোভিড-১৯ ও নন-কোভিড রোগীদের চিকিৎসা দিতে হবে। তবে, সবার আগে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সবার ক্ষেত্রেই সুরক্ষা প্রথম বিবেচ্য বিষয়।’

‘সর্বোপরি আমাদের সবাইকে সচেতন হতে হবে। কারণ, একা এই রোগ নিয়ন্ত্রণ করা যাবে না। কেউ একা নিজেকে সচেতন রাখলে এই রোগ ঠেকানো যাবে না। তাই সবাইকেই সচেতন হতে হবে’, বলেন ডা. এম এ ফয়েজ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৫৭ হাজার ৫৬৩ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৭৮১ জন। আর সুস্থ হয়েছেন ১২ হাজার ১৬১ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে