করোনা প্রতিরোধে অতিবেগুনি রশ্মি ব্যবহারের পরিকল্পনা

প্রকাশিত: মে ২১, ২০২০; সময়: ৪:৩৯ অপরাহ্ণ |
করোনা প্রতিরোধে অতিবেগুনি রশ্মি ব্যবহারের পরিকল্পনা

পদ্মাটাইমস ডেস্ক : করোনা প্রতিরোধে পাবলিক বাস, ট্রেন ও স্টেশনে অতিবেগুনি রশ্মির (ইউভি) ল্যাম্প ব্যবহার করতে পাইলট কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি আমেরিকায় এক পরীক্ষায় দেখা গেছে, সূর্যের অতিবেগুনি রশ্মি দিয়ে করোনাভাইরাস রোধ করা যায়। এরপরই এ ঘোষণা দেয় নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন ট্রানজিট অথরিটি (এমটিএ)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমটিএ জানিয়েছে, তারা সাবওয়েসহ বাস ও রেলস্টেশনে করোনা রোধে অতিবেগুনি রশ্মির ল্যাম্প ব্যবহার করবে।

সিএনএন’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, ইউভিসি স্পেকট্রামের তিন ধরনের আলোর মধ্যে ইউভি একটি। এটি কোভিড-১৯ ভাইরাস নির্মূল করতে সক্ষম। পরীক্ষায় এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে। ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী এই রশ্মি।

জানা গেছে, নিউইয়র্কের এমটিএ সংস্থা সামনের সপ্তাহ থেকে সাবওয়ে, বাস ও ট্রানজিট সুবিধায় এই প্রযুক্তি প্রাথমিকভাবে চালু করবে। সফল হলে এটি দ্বিতীয় পর্বে লং আইল্যান্ড রেল রোড এবং মেট্রো-উত্তর রেলে প্রসারিত করা হবে।

এমটিএর চেয়ারম্যান ও সিইও প্যাট্রিক ফয়ে বলেন, বিশ্বজুড়ে পরিবহন সংস্থাগুলোর ক্ষেত্রে এটি (ইউভিসি দিয়ে করোনা ধ্বংস) প্রথম পাইলট প্রোগ্রাম। প্রায় তিন মাস ধরে এমটিএ সাবওয়ে ও বাসের পুরো বহর জীবাণুমুক্ত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। তবে আমরা সব সময় প্রতিশ্রুতি দিয়েছি যে আপনাদের জন্য নতুন পদ্ধতির সন্ধান করতে সক্ষম হব। এই ইউভিসি পাইলটটির প্রবর্তন আমাদের গ্রাহকদের এবং কর্মচারীদের নিরাপদ রাখতে সহায়তা করবে।

এমটিএ আরো জানায়, সংস্থাটি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রেডিওলজিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক ডেভিড ব্রেনারকে ইউভিসি ল্যাম্পসের কার্যকারিতা পরীক্ষা করতে বলেন। চলতি সপ্তাহে ব্রেনার জানিয়েছেন, তার পরীক্ষায় দেখা গেছে ইউভিসি আলো কোভিড-১৯ ভাইরাসকে সম্পূর্ণ নির্মূল করেছে। তিনি পিয়ার-রিভিউ প্রকাশনার জন্য অতিরিক্ত পরীক্ষা চালিয়ে যাচ্ছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে