রাজশাহীতে করোনা পরীক্ষার দ্বিতীয় ল্যাব চালু

প্রকাশিত: মে ১৯, ২০২০; সময়: ৫:০৯ অপরাহ্ণ |
রাজশাহীতে করোনা পরীক্ষার দ্বিতীয় ল্যাব চালু

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস নির্ণয়ে রাজশাহীতে আরেকটি ল্যাব চালু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থাপন করা ল্যাবে মঙ্গলবার দুপুরে প্রথম ৪০ জনের নমুনা পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি জানান, তাদের কাছে থাকা একটি পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন দিয়ে ল্যাবটি চালু করা হলো। বেশ কয়েকদিন আগে ল্যাবটি প্রস্তুত করা হলেও একটু জটিলতার কারণে চালু করা যাচ্ছিল না। অবশেষে ল্যাবটি চালু করা সম্ভব হয়েছে। এখন প্রতিদিন সেখানে করোনার নমুনা পরীক্ষা হবে।

ডা. সাইফুল বলেন, রামেক হাসপাতালের নতুন এই ল্যাবেও একসঙ্গে ৯৪টি নমুনা পরীক্ষা করা সম্ভব। তবে বর্তমান পরিস্থিতিতে দুই শিফটে ১৮৮টি নমুনা পরীক্ষা করার পরিকল্পনা তাদের রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হবার পরই রাজশাহীতে ল্যাব স্থাপনের উদ্যোগ নেয়া হয়। রামেকের ভাইরোলজি বিভাগে প্রথম ল্যাব স্থাপন করা হয়। ১ এপ্রিল থেকে ল্যাবটি চালু হয়েছে। এরপর প্রতিদিন সেখানে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছিল। সক্ষমতা বৃদ্ধিতে প্রতিদিন ল্যাবটিতে দুই শিফটে ১৮৮টি নমুনা পরীক্ষা হচ্ছে।

  • 724
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে