রাজশাহী ল্যাবে আসেনি নমুনা

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২০; সময়: ৬:২৭ অপরাহ্ণ |
রাজশাহী ল্যাবে আসেনি নমুনা

নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত রোগি শনাক্তে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) স্থাপন করা হয়েছে ল্যাব। গত ১ এপ্রিল দুপুরে চালু হওয়ার পর ওই দিনই পাঁচজনের নমুনা পরীক্ষা করে ফলাফল ঢাকায় পাঠানো হয়। আর দ্বিতীয় দিনে পরীক্ষা করা হয় তিনজনের। কিন্তু তৃতীয় দিন শুক্রবার এই ল্যাবে আসেনি কোন নমুনা।

ইনচার্জ ও রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনেহার বলেন, নমুনা সংগ্রহের জন্য কাজ করছে একটি টিম। একটি গাড়ি নিয়ে ওই টিম মাঠে নমুনা সংগ্রহের কাজ করছে। শুক্রবার কিছু নমুনা তাদের দেয়ার কথা ছিল। এ জন্য চিকিৎসকসহ টেকনিশিয়ানরা ল্যাবে অবস্থান করে। কিন্তু বিকেল ৩টার দিকে তারা জানিয়ে দেয় শনিবার নমুন দেয়া হবে। এ কারণে শুক্রবার কোন নমুনা পরীক্ষা করা হয়নি বলে জানান তিনি।

এদিকে, আইইডিসিআর জানিয়েছে, দেশে গত ২৪ ঘন্টায় ৫১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আইইডিসিআর ছাড়াও বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে ১৪ প্রতিষ্ঠানে চলছে কোভিড ১৯ শনাক্ত পরীক্ষা। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৫১৩ টি নমুনা পরীক্ষা হয়। যার মধ্যে আইইডিসিআর ১২৬ ও বাকি ল্যাবগুলোতে হয় ৩৮৭টি নমুনা পরীক্ষা।

এসব পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয় পাঁচ জনের। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১ জনে। শুক্রবার করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, বর্তমানে দেশে মোট ৬১ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। এদের মধ্যে মারা গেছেন ছয়জন। আর এখন পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ২৬ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে