রাজশাহী ল্যাবে প্রথমদিনে ৫ জনের করোনা পরীক্ষা

প্রকাশিত: এপ্রিল ১, ২০২০; সময়: ৯:০৯ অপরাহ্ণ |
রাজশাহী ল্যাবে প্রথমদিনে ৫ জনের করোনা পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) স্থাপিত ল্যাবটি ঠিকঠাক ভাবে চালু হয়েছে। বুধবার প্রথমদিনে বগুড়ার চার জন ও রাজশাহীর এক জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা থেকে এই পরীক্ষার ফলাফল জানানো হবে বলে জানিয়েছেন ল্যাবের ইনচার্জ ও রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনেহার।

তিনি জানান, ল্যাবের অন্যান্য কাজসহ পিসিআর মেশিন স্থাপন কাজ শেষ হয়েছে মঙ্গলবার। এই মেশিনে একত্রে ৯৪টি নমুনা পরীক্ষা করা সম্ভব। সংগ্রহে আছে ২৪০টি কিট বা রিএজেন্ট। নমুনা সংগ্রহ করে তা একত্রে পিসিআর মেশিনে দিয়ে রিপোর্ট তৈরি করতে ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগছে।

ডা. সাবেরা গুলনাহার বলেন, আমাদের ৩০ জনের টিমের সকলের প্রশিক্ষণ হয়ে গেছে। নমুনা পরীক্ষার জন্য প্রশিক্ষণ নিয়েছেন মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি, ভাইরোলজি ও বায়ো-কেমিস্ট্রি বিভাগের ৩০ চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্ট। ঢাকার দুইটি টিমের সহযোগীতায় প্রশিক্ষণ অনলাইনে ও হাতেকলমে হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, ৩০ জনের সবাইকে নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। তবে এই মুহুর্তে বিশেষজ্ঞ চিকিৎসক যার নমুন টেস্ট করার প্রয়োজন মনে করবেন কেবল তারই নমুন সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. মো. বুলবুল হাসান বলেন, সবকিছু ঠিকভাবে চালু হয়েছে। ২৪০টি কিট ও ২০০ পিপিইসহ প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে আমাদের কাছে। মাইক্রোবাইলজি ও ভাইরোলজি বিভাগ যৌথভাবে ল্যাবটি পরিচালনা করবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে