আজ বিশ্ব থাইরয়েড দিবস

প্রকাশিত: মে ২৫, ২০২২; সময়: ২:১০ অপরাহ্ণ |
আজ বিশ্ব থাইরয়েড দিবস

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্ব থাইরয়েড দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। এটি একটি হরমোনজনিত সমস্যা।

ঘাড়ের কাছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসরিত হরমোন শরীরের মেটাবলিজমকে নিয়ন্ত্রণ ও শরীরের প্রতিটি কোষকে প্রভাবিত করে। হরমোন শরীরের শক্তি, পুষ্টি ও অক্সিজেন উৎপাদন করতে সহায়তা করে।

এর ব্যতিক্রম হলেই শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, সারাবিশ্বে প্রায় ৭৫ কোটি মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভুগছে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, থাইরয়েড সমস্যা হলে হৃদস্পন্দন কমে যায়, ঠান্ডায় স্পর্শকাতরতা বাড়ে, হাত অবশ অনুভূত হয়ে ঘাড়ের পরিবর্ধন শুরু হয়। এ ছাড়া কোষ্ঠকাঠিন্য, মেয়েদের ঋতুস্রাবে প্রচুর রক্তপাত হয়।

চুলে ও ত্বকে শুস্কতা দেখা দেয়। থাইরয়েড সমস্যা হলে মৃদু থেকে তীব্র ব্যথা অনুভূত হয়। ঘাড় নড়াচড়া করলে কিংবা কোনো কিছু গিলে খেতে গেলে অস্বস্তি অথবা ব্যথা অনুভূত হয়।

দিবসটি উপলক্ষে এন্ডোক্রাইন সোসাইটি আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বারডেম হাসপাতাল পর্যন্ত শোভাযাত্রা করবে। এছাড়া সংগঠনটির আয়োজনে দুপুরে রাজধানীর একটি হোটেলে বৈজ্ঞানিক সেমিনার
অনুষ্ঠিত হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে