রাজশাহীতে জনপ্রিয় চিকিৎসক সেজে অনলাইনে ব্যবস্থাপত্র দিতেন দম্পতি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২২; সময়: ৩:২৬ অপরাহ্ণ |
রাজশাহীতে জনপ্রিয় চিকিৎসক সেজে অনলাইনে ব্যবস্থাপত্র দিতেন দম্পতি

পদ্মাটাইমস ডেস্ক : করোনাকালে জনপ্রিয় হয়ে উঠেছিল টেলিমেডিসিন সেবা। সেই সুযোগকে কাজে লাগাতে জনপ্রিয় চিকিৎসকদের নাম-পদবি ব্যবহার করে ফেসবুকে আইডি খুলেছিলেন রাজশাহীর এক শিক্ষার্থী দম্পতি। ওই আইডি ব্যবহার করে গত দুই বছর ধরে অনলাইনে ভুয়া ব্যবস্থাপত্র দিতেন তারা। হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

বুধবার ওই দম্পতিকে রাজশাহী নগরের শাহ মখদুম থানা এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবির সাইবার সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

গ্রেপ্তার দম্পতি হলেন, রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী রাশেদ হোসেন ও তাঁর স্ত্রী ইসলামী ব্যাংক নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মৌসুমী খাতুন।

পুলিশ কর্মকর্তা এ কে এম হাফিজ আক্তার বলেন, জার্মানিভিত্তিক স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান ‘ইডব্লিউ ভিলা মেডিকা’র চিফ লিগ্যাল অফিসার আবু সাঈদ গত ৩১ মার্চ একটি ফেসবুক আইডিতে তাঁদের প্রতিষ্ঠানের এক চিকিৎসকের নাম ও মুঠোফোন নম্বর ব্যবহার করে ভুয়া ব্যবস্থাপত্র দেখতে পান। এর পরিপ্রেক্ষিতে ১১ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়।

তদন্তে নেমে ডিবির সাইবার সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম ওই দম্পতিকে শনাক্ত করে বলে জানান এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, করোনাকালে এই দম্পতি জনপ্রিয় চিকিৎসকদের নাম-পদবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলেছিলেন। তারপর প্রযুক্তির মাধ্যমে কণ্ঠ পরিবর্তন করে কখনো চিকিৎসক, কখনো সহকারী সেজে বিভিন্ন রোগের চিকিৎসা দিতেন। তারা প্রায় দুই বছর ধরে এ কাজ করছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে