রাজশাহী বিভাগে করোনা পরিস্থিতির আরও অবনতি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২; সময়: ৯:৫৮ অপরাহ্ণ |
রাজশাহী বিভাগে করোনা পরিস্থিতির আরও অবনতি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে প্রতিদিনই করোনার সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৮৮২ জনের।

নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ৮২৮ জনের, পরীক্ষায় করোনা শনাক্তের হার ৪৮ দশমিক ২৫। এর আগের দিন ৩৯ দশমিক ৩১ ছিল বিভাগে সর্বোচ্চ শনাক্তের হার। এ দিকে টানা ৫ দিন পর গত ২৪ ঘণ্টায় করোনায় বগুড়া জেলায় ১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে সকাল আটটা পর্যন্ত) নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষা কমেছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮২৮ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছে ৮৮২ জনের। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৪৮ দশমিক ২৫। এটি মহামারি করোনা শুরুর পর থেকে এক দিনে সর্বোচ্চ শনাক্তের হার।

এর আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৩০ জনের নমুনা পরীক্ষায় ৫২৫ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৩১। অর্থাৎ আগের দিনের তুলনায় বিভাগে নমুনা পরীক্ষা কমলেও করোনা শনাক্ত বেড়েছে। সঙ্গে বেড়েছে করোনা শনাক্তের হার।

রাজশাহী বিভাগের আট জেলাতেই ছড়িয়ে পড়েছে করোনার সংক্রমণ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে রাজশাহী জেলায়, শনাক্ত হারে এগিয়ে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ। গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলায় ৫৮৭ নমুনা পরীক্ষায় ৩২৫ জন (শনাক্ত হার ৫৫ দশমিক ৩৭), চাঁপাইনবাবগঞ্জে ৪৩ নমুনায় ২৬ (৬০ দশমিক ৪৬ শতাংশ), নওগাঁয় ১৫৫ নমুনায় ৭৬ (৪৯ দশমিক শূন্য ৩ শতাংশ), নাটোরে ৬৫ নমুনায় ৩১ (৪৭ দশমিক ৬৯ শতাংশ)।

এছাড়াও জয়পুরহাটে ১৯৩ নমুনায় ৪৪ জন (২২ দশমিক ৭৯ শতাংশ), বগুড়ায় ৩৯৮ নমুনায় ২০০ জন (৫০ দশমিক ২৫ শতাংশ), সিরাজগঞ্জে ১৬৫ নমুনায় ৭১ জন (৪৩ দশমিক শূন্য ৩ শতাংশ) ও পাবনায় ২২২ নমুনা পরীক্ষায় ১০৯ জনের (৪৯ দশমিক শূন্য ৯ শতাংশ) করোনা শনাক্ত হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে