গেল ৭ দিনে দেশে ২০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২; সময়: ৮:৫৪ অপরাহ্ণ |
গেল ৭ দিনে দেশে ২০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত

পদ্মাটাইমস ডেস্ক : গেল এক সপ্তাহে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২৮০ জন। শতকরা হিসেবে যা দাঁড়ায় ২২২ শতাংশে। একই সময়ে মৃত্যুর হার বেড়েছে ৬১ শতাংশ। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গেল বছরের মে মাসের শেষের দিকে দেশে করোনার ডেল্টা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে। এরপর গত আগস্টের প্রথম দিকে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু উভয়ই কমতে শুরু করে। তবে, গেল সপ্তাহে দেশে করোনার সংক্রমনের পাশাপাশি বেড়েছে মৃত্যু হারও। প্রায় প্রতিদিনই বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা।

এর আগে, শনিবারও দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা যায় ৭ জন। এ সময় ভাইরাসটি শনাক্ত হয় আরও ৩ হাজার ৪৪৭ জনের শরীরে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়ায় ২৮ হাজার ১৩৬ জন। আর এই ভাইরাসে আক্রন্ত হয়ে এখন পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জন।

সারা বিশ্বে করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে সংক্রমণ বেড়েই চলছে। প্রতিদিনই বিভিন্ন দেশে আগের যেকোন সময়ের সংক্রমণের রেকর্ড অতিক্রম ভেঙ্গে যাচ্ছে। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন দেশে জারি করা হয়েছে বিধিনিষেধ।

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৪ লাখের বেশি। এপর্যন্ত বিশ্বজুড়ে শনাক্ত হয়েছে ৩২ কোটি ৬৭ লাখের বেশি। ভারত, রাশিয়া, ফ্রান্স ও তুরস্কে বেড়েছে দৈনিক সংক্রমণ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে