চশমা বদলের সময় হলে বুঝবেন যেভাবে

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১; সময়: ১০:১৩ পূর্বাহ্ণ |
চশমা বদলের সময় হলে বুঝবেন যেভাবে

পদ্মাটাইমস ডেস্ক : চশমা মানুষের চোখের রক্ষাকবচ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যা চোখের সংবেদনশীল অংশকে রক্ষা করে যেকোনো ধরনের অনিষ্ট থেকে। সাধারণতো চশমা কাচ দিয়ে তৈরি করা হয় এবং সেটা নাকের উপর এবং দুই কানের সাথে লাগানো থাকে।

নানা কারণে অনেকে দূরে বা কাছে ভালোভাবে দেখতে পারেন না। একে দৃষ্টিবিভ্রম বা Refractive error বলা হয়। নির্দিষ্ট পাওয়ারের উত্তল বা অবতল লেন্সের চশমা পরলে তবেই আবার সবকিছু ভালোভাবে দেখতে পাওয়া যায়। তাছাড়া চশমা না পরলে মাথা ও চোখে ব্যথা, চোখের ক্লান্তি, চোখ থেকে পানি পড়াসহ নানা উপসর্গ দেখা দেয়।

চিকিৎসকদের মতে, যখন দূরের জিনিস যেমন টিভি, বাসের নম্বর, ক্লাসের বোর্ড ইত্যাদি ভালোভাবে দেখা যায় না তখনই বুঝতে হবে আপনার চশমা লাগবে।

বই পড়তে, কম্পিউটারে কাজ করতে বা ড্রাইভ করতে অসুবিধা হলেও চশমা লাগে। মাথাব্যথা, চোখের ক্লান্তিতেও চশমার প্রয়োজন হয়।

এ ছাড়া বাড়ন্ত শিশুরা চশমা না পরলে দৃষ্টির সম্পূর্ণ বিকাশ হবে না। বড়দের ক্ষেত্রে দেখতে অসুবিধা ছাড়াও মাথাব্যথা, ডবল-ভিশন, চোখের ক্লান্তি ইত্যাদি সমস্যা দেখা দেয়।

অনেকেই দীর্ঘদিন একই চশমা ব্যবহার করে থাকেন। ফলে চোখের নানা সমস্যা হয়। তবে মাঝে মাঝে শরীর আপনাকে জানান দেবে, এবার সময় এসেছে চশমা বদলানোর।

কোন কোন লক্ষণ দেখে বুঝবেন, আপনার চশমা বদলাতে হবে?

* অনেক সময় চশমা পরে থাকলেও দৃষ্টি ঝাপসা হয়ে আসে। মাঝে মাঝেই এমন সমস্যা দেখা দিলে চশমা বদলানোর জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

* চশমা থাকা সত্ত্বেও যাদের প্রায়ই মাথাব্যথা হয়। তারা বিষয়টি এড়িয়ে যাবেন না। চোখের পাওয়ার বদলে গেলে মাথাব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে চশমা বদলে ফেলুন।

* বই পড়ার সময়ে বা কোনো কিছু দেখার সময় অনেকক্ষেত্রে চোখ ক্লান্ত হয়‌ে আসে। প্রায়ই এমন হতে থাকলে, অতি শিগগিরই অবশ্যই চশমা বদলানোর কথা ভাবুন।

* মাঝে মাঝে অনেকেই একটি বস্তুকে দুটি করে দেখেন। চোখের পাওয়ার বাড়লে এমন ‘ডাবল ভিশন’-এর সমস্যা দেখা দিতে পারে। ঘন ঘন এমন সমস্যা দেখা দিলে, দ্রুত চশমা বদলে ফেলা উচিত।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে