অবশেষে চাকা ঘুরল রামেকের সেই অ্যাম্বুলেন্সটির

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১; সময়: ৩:৪০ অপরাহ্ণ |
অবশেষে চাকা ঘুরল রামেকের সেই অ্যাম্বুলেন্সটির

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রায় দুই বছর পর রোগী নিয়ে ঢাকার পথে রওনা হয়েছে রাজশাহী মেডিকেলের গ্যারেজে থমকে থাকা অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি। বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেলে ভর্তি থাকা হৃদরোগে আক্রান্ত এক রোগীকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়।

রোগীর স্বজনরা জানান, নওগাঁ পুলিশের এএসআই লুৎফর রহমান বুকে ব্যাথা নিয়ে বুধবার রাজশাহী মেডিকেলের ৩২ নং ওয়ার্ডে ভর্তি হন। এরপর তার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

তারা আরও জানান, দীর্ঘ দিন অব্যবহৃত অত্যাধুনিক অ্যাম্বুলেন্স করে ঢাকায় নেয়ার চাহিদা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ তা গ্রহন করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে যাত্র করে। তবে অ্যাম্বুলেন্সটিতে একজন চিকিৎক ও নার্স থাকার কথা থাকলেও এখন পর্যন্ত চিকিৎসক নিয়োগ না হওয়ায় শুধুমাত্র একজন সিনিয়র নার্স অ্যাম্বুলেন্সটিতে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে আইসিইউ সুবিধাসহ অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি রাজশাহী মেডিকেলের গ্যারেজে প্রায় দুই বছর ধরে অচল পড়ে আছে এমন সংবাদ পদ্মাটাইমসসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ।

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে