টিকা নেয়ার বয়সসীমা ১৮ বছর করার সিদ্ধান্ত

প্রকাশিত: জুলাই ২৪, ২০২১; সময়: ১২:২০ অপরাহ্ণ |
টিকা নেয়ার বয়সসীমা ১৮ বছর করার সিদ্ধান্ত

পদ্মাটাইমস ডেস্ক : সংক্রমণ প্রতিরোধে টিকা নেয়ার বয়সসীমা ১৮ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

শনিবার মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম। এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে টিকা নেয়ার বয়সসীমা কমানো ও টিকাদান পদ্ধতি সহজ করার বিষয়ে পরিকল্পনার কথা জানান তিনি।

মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম বলেন, বয়সসীমা কমানোর জন্য মাননীয় মন্ত্রী টেলিফোনে আমাকে বলেছেন। সর্বোচ্চ নিম্ন যে ১৮ বছর, সেটাই নির্ধারণ করা হবে। করোনা রোগীর চাপ সামাল দিতে ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ফিল্ড হাসপাতাল করার পরামর্শ দেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

  • 223
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে